Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পত্রিকার কথা

পত্রিকার কথা

দৈনিক সকালবেলা বাংলাদেশের একটি জাতীয় দৈনিক সংবাদপত্র।

সম্পাদক ও প্রকাশক বেগম নিলুফার আক্তার।

১৯৯৭ সালের ৩০ এপ্রিল সকালবেলা পত্রিকাটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে।

২০০১ সালে দৈনিক হিসেবে আত্নপ্রকাশ করে। সকালবেলা নামটি বহনকারী এটি বিশ্বের প্রথম পত্রিকা।

দৈনিক সকালবেলা পত্রিকাটি বর্তমানে ৮ম ওয়েজবোর্ডভুক্ত, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। বর্তমানে সরকারী বিজ্ঞাপনের মুল্য =৭১২ টাকা কলাম ইঞ্চি

ইতিহাসঃ
সৈয়দ এনামুল হকের সম্পাদনায় ১৯৯৭ সালের ৩০ এপ্রিল দৈনিক সকালবেলা পত্রিকাটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে।

মাত্র ৪ বছরে পত্রিকাটি পাঠকের মন জয় করে ফেলে। যার ফলশ্রুতিতে ২০০১ সালে পত্রিকাটি একটি জাতীয় দৈনিক হিসেবে আত্নপ্রকাশ করে। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি মানুষের মন জয় করে এগিয়ে যেতে থাকে এবং অর্জন করতে থাকে ওয়েজবোর্ড সমূহ। ২০১৬ সালে পত্রিকাটি ৮ম ওয়েজবোর্ডে তালিকাভুক্ত হয়। বর্তমানে পত্রিকাটির সার্কুলেশন সংখ্যা ৮১ হাজার  কপি।

বিভাগসমূহ:
সকালবেলা পত্রিকাটি তার নামের গুরুত্ব বহন করে দিনের প্রথমার্ধেই সংবাদ প্রকাশ করে থাকে। প্রথম পাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়। দ্বিতীয় পাতায় উপ-সম্পাদকীয় ও নিয়মিত লেখা এবং পাঠকদের মন্তব্য ছাপা হয়। তৃতীয় পাতায় দেশের খবর, চতুর্থ ও ৫ম পাতায় বিভিন্ন খবরের বাকী অংশ, ৬ষ্ঠ পাতায় খেলাধুলা ও বিনোদন, ৭ম পাতায় খবরের বাকী অংশ

 এবং শেষের পাতায় অঞ্চলভিত্তিক গুরুত্বপূর্ণ খবর ও আন্তর্জাতিক খবরের বিশেষ অংশ ছাপা হয়। আধুনিক প্রকাশনা:
২০১৫ সালের  নভেম্বর মাস থেকে আধুনিক (অনলাইন) সকালবেলার যাত্রা শুরু। ওয়েবসাইট: www.dainiksakalbela.com  দৈনিক পাঠকদের লক্ষ্য উভয় সংবাদপত্রের আইপ্যাড এবং অ্যান্ড্রয়েড সংস্করণ আছে। জনসাধারণ পাঠকদের ডাটাবেসের মাধ্যমে অবাধে অ্যাক্সেসযোগ্য।

প্রকাশকের কথা:
জনাব সৈয়দ এনামুল হকের  জন্ম ১৬ এপ্রিল ১৯৫৬ সালে মাদরীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর গ্রামে। বাবা মরহুম ডা: সৈয়দ আবদুল মজিদ। জনাব হক বহুমূখী প্রতিভার অধিকারী। তিনি বাংলাদেশ বেতারের একজন ইংরেজী সংবাদ পাঠক এবং

তিনি  সংবাদপত্র মালিক সমিতিরবাংলাদেশ সংবাদপত্র পরিষদ’ (বিএসপি)’র মহাসচিব ছিলেন । অত্যন্ত সদালাপী ও মিষ্টভাষী জনাব হক সকলের কাছেই প্রিয় একজন মানুষ ।

প্রেস ও ইলেক্ট্রনিকস মিডিয়া দু’জায়গায়ই জনাব এনামুল হকের সমান পদচারণা। তিনি বাংলাদেশ সংবাদ পাঠক সমিতির একাধিকবার সহ-সভাপতি ছিলেন।

১৯৭৯ সালে বেতারে বাংলা সংবাদ পাঠের মধ্য দিয়ে শুরু করলেও বেতার কর্তৃপক্ষের ইচ্ছায় ইংরেজি সংবাদ পাঠ শুরু করেন।

৯০’ এর দশকের গোড়ার দিকে লন্ডনে থাকাকালীন সময় তিনি বি বি সি বাংলা বিভাগের সাথে কিছুদিন কাজ করার সুযোগ পান। সে সময় ফারাক্কা বাঁধের উপর তথ্য ও উপাত্ত সমৃদ্ধ তাঁর একটি প্রতিবেদন শ্রোতা নন্দিত হয়েছিল।

৮০’ এর দশকে তিনি  দু’টি জাতীয় দৈনিকের খুলনা সাংবাদিক ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দু’ দু’বার করে খুলনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে সাংবাদিক সমাজকে সঠিক নেতৃত্ব দিয়ে উজ্জীবিত করেন পেশাগত মান  উন্নয়নে।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন তাঁকে স্বর্ণপদক ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন।

তিনি ঢাকা আইনজীবি সমিতির একজন সক্রিয় সদস্য এবং দুটি আইন গ্রন্থের প্রণেতা

এছাড়াও তিনি দেশ ও আর্ন্তজাতিক বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। সর্বোপরি তিনি Lions club international এর  একজন  সক্রিয় সদস্য। Lions Club of Dhaka Mirpur City’র সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন কয়েকবার। দু’বার তিনি (Lions Club International District 315 B1 এর ZONE Chairman হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি Lions Club International এর সাউথ আফ্রিকা ও ইষ্ট এশিয়া ফোরামের কোলকাতা সম্মলনে অংশগ্রহন করেন।

তিনি যুক্তরাজ্য ,রাশিয়া, শ্রীলংকাসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ সফর করেন। জনাব হক সাংবাদিক হিসেবে লন্ডনে House of commons এর গুরুত্বপূর্ণ Debate প্রত্যেক্ষ করার সুযোগ পেয়েছিলেন।

এক সময় অত্যন্ত গুরুত্বের সঙ্গে (London Times) তাঁর ছবিও ছাপা হয়

জনাব  এনামুল হক মিরপুর শহীদ স্মৃতি ব্যবসায়ী  বহুমূখী সমবায় সমিতি লিঃ- এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। পল্লবী  প্লাজার আজকের এই সৃদৃশ্য ভবন নির্মাণের ক্ষেত্রে  জনাব এনামুল হক- এর  রয়েছে বিশেষ অবদান। তিনি যখন সমিতির সদস্য পদ লাভ করেন তখন সমিতির ছিল দৈন্যদশা।  বহুতল বিশিষ্ট মার্কেট ভবন নির্মাণের  পরিকল্পনা থেকে শুরু করে  মার্কেট ভবন নির্মাণের বর্তমান অবস্থার প্রতিটি ক্ষেত্রে জনাব এনামুল হক অগ্রণী এবং কার্যকরী ভূমিকা রেখেছেন।

ছাপার ধরণ: বাংলা