Friday , 20 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পবিত্র ঈদুল আজহা ২৯ জুন

পবিত্র ঈদুল আজহা ২৯ জুন

অনলাইন ডেস্ক:

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিকে আগামী ২৭ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত। এবার এক দিন ছুটি বাড়িয়ে ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি।

ইসলামিক ফাউন্ডেশন গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

সভায় ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে তথ্য নেওয়া হয়।

সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র হজ পালিত হবে ২৭ জুন। ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

About Syed Enamul Huq

Leave a Reply