Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পশ্চিমবঙ্গে বন্যায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মমতার
--ফাইল ছবি

পশ্চিমবঙ্গে বন্যায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মমতার

অনলাইন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতিবৃষ্টির জেরে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

ওই জেলাগুলোতে লাগাতার বৃষ্টির ফলে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি ওই জেলাগুলোতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। 

পশ্চিমবঙ্গের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, বন্যা দুর্গতদের কাছে ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘরের দেয়াল ভেঙে অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। 

প্লাবিত জেলাগুলো থেকে নির্বাচিত মন্ত্রীদের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মমতা। প্রয়োজনে প্রতিনিয়ত এলাকায় গিয়ে নজরদারি চালানোর কথাও তিনি বলেছেন।

সূত্র: নিউজ ১৮, আউটলুক ইন্ডিয়া।

About Syed Enamul Huq

Leave a Reply