অনলাইন ডেস্ক:
অর্থনৈতিক বিধ্বস্ত কলম্বো ছাড়ার আগে দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন দানুস শানাকা। বলেছিলেন, দেশে ফিরবেন এশিয়া শাসনের রাজমুকুট নিয়ে। কথা রেখেছেন দাসুন শানাকা। কুশল মেন্ডিস, হাসারাঙ্গা, রাজাপক্ষে, মাদুসাঙ্কাদের নিয়ে দেশবাসীর স্বপ্ন পূরণ করেছেন। রবিবার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।
চ্যাম্পিয়ন হওয়ার পর তরুণ সেই দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, অবশ্যই দর্শকদের ধন্যবাদ দিতে হবে। তারা আমাদের অসাধারণ সমর্থন দিয়েছে। দেশে থাকা দর্শকদেরও ধন্যবাদ, আশা করি তাদের আমরা গর্বিত করতে পেরেছি।
শানাকা বলেন, আমি যদি গত বছরের আইপিএলের দিকে তাকাই, আগে ব্যাট করে চেন্নাই শিরোপা জিতেছিল। আমাদের ছেলেরা কন্ডিশন ও খুব ভালো করে জানে। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর হাসারাঙ্গা ও রাজাপাকসে পার্থক্যটা গড়ে দেয়।
তিনি বলেন, শেষ ওভারের শেষ বলে ছক্কাটা ছিল টার্নিং পয়েন্ট। ১৭০ রান সবসময়ই বড় লক্ষ্য। এটা সবসময়ই স্নায়ুর বিষয়।