Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাকিস্তানের হাইকমিশনার আকস্মিক ছুটিতে, যা জানা গেল
--সংগৃহীত ছবি

পাকিস্তানের হাইকমিশনার আকস্মিক ছুটিতে, যা জানা গেল

অনলাইন ডেস্ক:

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আকস্মিকভাবে ছুটিতে গিয়েছেন। গত শনিবার (১০ মে) সকালে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশে যান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, হাইকমিশনের দেশত্যাগের পর শনিবারই ঢাকার পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁর অনুপস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

কূটনীতিক রেওয়াজ অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত ছুটিতে গেলে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার ছুটি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম জানানো বাধ্যতামূলক।

সেই অনুযায়ী পাকিস্তান হাইকমিশন থেকে জানানো হয়, সৈয়দ মারুফ ১১ মে থেকে ছুটিতে আছেন এবং তার অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করবেন।

এদিকে সৈয়দ মারুফ কত দিন ছুটিতে থাকবেন, তা শুরুতে উল্লেখ করা না হলেও পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি প্রায় দুই সপ্তাহ ছুটিতে থাকবেন।

এদিকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply