Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাকিস্তানে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ
ছবি: পিআইডি

পাকিস্তানে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তানের ভয়াবহ বন্যাদুর্গতদের সহায়তায় বাংলাদেশ ত্রাণ পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আর্তমানবতার সেবায় আওয়ামী লীগ সরকার সব সময় উদার। এরই মধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা এরই মধ্যে করতে বলেছি।

আমরা তাদের ত্রাণ পাঠাব। ’

শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভায় এসব কথা বলেন। বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা যুদ্ধে (১৯৭১ সালে) জয়ী হয়েছি। সেই হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা আমাদের তা শিখিয়েছেন। আমরা আর্তমানবতার সেবায় তাদের পাশে আছি। ’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজকে আমি অনেক কথা শুনি। আমি এখন সরকারে আছি। মানবাধিকারের কথা শোনায় আমাদের। মানবাধিকার নিয়ে আমাদের তত্ত্বজ্ঞান দেয়। কিন্তু আমার কাছে যখন এই কথা বলে বা দোষারোপ করে, তারা কি একবারও ভেবে দেখে যে আমাদের মানবাধিকার কোথায় ছিল যখন আমরা আপনজন হারিয়েছি? স্বজন হারানোর বেদনা নিয়ে কেঁদে বেড়িয়েছি। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply