Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাণ্ডিত্য দেখাতেই সিপিডি বাজেটের ভুল ধরে : তথ্যমন্ত্রী
--সংগৃহীত ছবি

পাণ্ডিত্য দেখাতেই সিপিডি বাজেটের ভুল ধরে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও গরিববান্ধব দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাজেটের সমালোচকদের সমালোচনা বরাবরের মতোই গৎবাঁধা ও গতানুগতিক। অনেকে বাজেট ভালোভাবে না দেখেই তাড়াহুড়া করে সমালোচনায় ব্যস্ত।

আজ শুক্রবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে ২০টি দেশে ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, এর মধ্যে বাংলাদেশ রয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি ৮-৯ হলেও ভবিষ্যতে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে।

সমালোচনা করেই সিপিডি তাদের ফান্ড কালেকশন করে উল্লেখ করে তিনি বলেন, পাণ্ডিত্য দেখানোর জন্য সিপিডি সব সময় বাজেটের ভুল ধরে। এই সংস্থাটি গত ১৪ বছরে কোনো বাজেটের প্রশংসা করেনি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply