Wednesday , 11 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুতিন যে কারণে এখনো বাইডেনকে শুভেচ্ছা জানাননি
--ফাইল ছবি

পুতিন যে কারণে এখনো বাইডেনকে শুভেচ্ছা জানাননি

আন্তর্জাতিক ডেস্ক:

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৭০ ইলেক্টোরাল ভোট পেয়ে যাওয়ার পর বাইডেনকে বিভিন্ন দেশের প্রধানরা শুভেচ্ছা জানালেও ব্যতিক্রম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত কোনো টুইট নেই। নেই টেলিফোন কল। জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামও করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পেছেনে রয়েছে কারণও।

বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেনকে অভিনন্দন জানাতে অস্বীকার করছেন। কারণ এখনো ‘আইনি প্রক্রিয়া’ বাকি রয়েছে। তার এক মুখপাত্র জানিয়েছেন, রাশিয়া কেবল সরকারি ফলাফলের পাওয়ার পর নতুন প্রেসিডেন্টকে স্বীকৃতি দেয়।

বিস্তারিত না জানিয়েই সোমবার রুশ পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সরকারি ফলাফলে নিশ্চিত হওয়ার পর রাশিয়া নতুন প্রেসিডেন্টকে স্বীকৃতি দেবে। আমরা বিশ্বাস করি, সঠিক কাজটি করতে হলে অপেক্ষা করতে হবে। 

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো নয়। ২০১৪ সালের নিউ ইয়র্কার ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে তৎকালিন ভাইস-প্রেসিডেন্ট বাইডেন পুতিন সম্পর্কে বলেছিলেন, পুতিনের কোনো আত্মা নেই। এদিকে, চার বছর পর এবার জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের সামনের সারির প্রায় সব দেশের নেতারা তাকে অভিনন্দন জানালেও রাশিয়ার প্রেসিডেন্ট নিশ্চুপ হয়ে আছেন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

About Syed Enamul Huq

Leave a Reply