Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুলিশের জনবল-মনোবল দুই-ই কম
--প্রতীকী ছবি

পুলিশের জনবল-মনোবল দুই-ই কম

অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ভল্টে অস্ত্র জমা রেখে গণভবন ছেড়ে চলে যান। পরে অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে পড়লে একপর্যায়ে ভল্টে রাখা এসএসএফের ৩২টি অত্যাধুনিক অস্ত্রও লুট হয়।

সেই থেকে এ পর্যন্ত ওই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। গোয়েন্দারা ধারণা করছেন, লুট হওয়া ওই অস্ত্রগুলো হাতবদল হয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের হাতে চলে গেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৩৬৯টি অস্ত্র।
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশের কম জনবল ও মনোবলের কারণে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর মোহাম্মদপুরে অনেক আগে থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে।’

তিনি বলেন, ‘অনেক পুলিশ অফিসার আছেন তাঁদের ঠেলাধাক্কা দিয়ে কাজ করাতে হয়। অনেকে আছেন ঝাঁপিয়ে পড়েন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন , ‘অস্ত্র উদ্ধারের জন্য আমরা দেশের বিভিন্ন স্থানে ব্লক রেইড দিচ্ছি। অনেক অস্ত্র উদ্ধার হয়েছে।

’তবে ব্লক রেইড প্রসঙ্গে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, ‘আগে যেমন ব্লক রেইড দিয়ে সহজে সফল হওয়া যেত, বর্তমানে মোবাইল ফোনসহ তথ্য-প্রযুক্তির কারণে সেটা কম সফল হয়। গোয়েন্দা তথ্য সবচেয়ে বেশি কাজে দেয়।’

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘রাজধানীর ৫০টি থানার মধ্যে মোহাম্মদপুরে বেশি ঘটনা ঘটছে। আমি এখানে নতুন যোগ দিয়েছি। বেশির ভাগ পুলিশ সদস্য এখানে নতুন। এ কারণে একটু সমস্যা হচ্ছে।’

 

About Syed Enamul Huq

Leave a Reply