Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পৃথিবীতে বিবাদ, মহাকাশে মৈত্রী
--ফাইল ছবি

পৃথিবীতে বিবাদ, মহাকাশে মৈত্রী

অনলাইন ডেস্ক:

ইউক্রেন নিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তিন মহাকাশচারী একসঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন।

নিচে মর্ত্যভূমিতে অবস্থা যা-ই হোক, অন্তত জ্ঞানচর্চার ক্ষেত্রে অবশ্য তারা নিকট মহাকাশে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির রেখে আসছেন অনেক দিন ধরেই।

যুক্তরাষ্ট্রের নাসার মহাকাশচারী মার্ক ভান্দে হেই এবং রুশ নভোচারী আন্তন শকাপলরভ এবং পিওতর দুব্রভকে নিয়ে রাশিয়ার সয়ুজ নভোখেয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে রওনা হচ্ছে। চার ঘণ্টা পর তাদের কাজাখস্তানে অবতরণ করার কথা।

মহাকাশে রুশ-মার্কিন সহযোগিতার ভাগ্য নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে যৌথ এ সফর হচ্ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরের দিন ২৫ ফেব্রুয়ারি রুশ মহাকাশ সংস্থার মহাপরিচালক দিমিত্রি রোগোজিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএসএস-এ সহযোগিতা ‘নষ্ট’ করার চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন।

রোগোজিন বলেছিলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সহযোগিতা বন্ধ করলে আইএসএসের কক্ষপথ নিয়ন্ত্রণ করার কাজটিতে সমস্যা হবে। তিনি প্রশ্ন করেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে আইএসএসের কক্ষচ্যুত হয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপের ভূখণ্ডে পড়ে যাওয়া কে ঠেকাবে তখন?’

নাসা অবশ্য বলেছে, এটি রাশিয়াসহ তার সব আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে বিজ্ঞান গবেষণার কাজ চালিয়ে যাবে।

প্রতিষ্ঠার পর থেকে রুশ-মার্কিন কূটনৈতিক বিরোধ ঘটলেও দুই দেশের বিজ্ঞানীরা আইএসএ-এ নির্বিঘ্নে কাজ চালিয়ে আসছেন।

সূত্র : বিবিসি।

About Syed Enamul Huq

Leave a Reply