Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘পেট্রলসহ’ আটক ছাত্রদল নেতা সকালে মিছিল করেন মালিবাগে
--সংগৃহীত ছবি

‘পেট্রলসহ’ আটক ছাত্রদল নেতা সকালে মিছিল করেন মালিবাগে

অনলাইন ডেস্ক:

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতাকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। তবে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

আটক ওই নেতার নাম মামুন মজুমদার (৩৫)। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

রাকিবুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর ভাষ্য, মামুন সকালে মালিবাগ ও শান্তিনগর এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে অবরোধের সমর্থনে হওয়া একটি মিছিলে অংশ নেন।

রাকিবুল জানান, শান্তিনগর এলাকায় সকালে মামুনের মিছিলে অংশ নেওয়ার ছবিও প্রকাশ হয়েছে একটি গণমাধ্যমে।

মিছিলটি ঠিক কখন হয়েছিল তা জানাতে পারেননি রাকিবুল।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, আবদুল্লাহপুরে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন মামুন ও আরেকজন। এতে বাসের জানালার গ্লাস ও দুটি সিট পুড়ে যায়। পাশেই থাকা র‌্যাবের সদস্যরা মামুনকে আটক করেন।তখন মামুনের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান।

 

About Syed Enamul Huq

Leave a Reply