Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
--NEWS PHOTO

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী থেকে আবদুল বাসেদঃ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক।

এসময় নোয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ এমরান মো. ওসমান সুজন, বিটিভির নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, গেøাবাল টিভির স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রাসেল, দৈনিক সকালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বাসেদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গত ২৮ অক্টোবর ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করারও আহবান জানানো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply