Thursday , 12 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের শুভেচ্ছা
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ককে ভবিষ্যতে আরো শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

২০২৩-এর অক্টোবরে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক উল্লেখপূর্বক তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন-এর মধ্যে আলোচনাধীন ‘অংশীদারীত্ব ও সহযোগিতা চুক্তি’ দু’পক্ষের সম্পর্ককে আরো প্রসারিত ও যুগোপযোগী করবে।

ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply