Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা রঞ্জন গ্রেপ্তার
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা রঞ্জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস জানান, শুক্রবার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে স্লোগান দেওয়ার সময় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় শনিবার দুপুরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।

About Syed Enamul Huq

Leave a Reply