Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি একটি নাটক : এনবিআরের সাবেক চেয়ারম্যান

অনলাইন ডেস্কঃ

সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, ইউনূস সাহেব পদত্যাগের কথা বললেন, এটা একটা নাটক। সবকিছু লেজেগোবরে করে ফেলেছেন, কোনোকিছুতে সুবিধা করতে পারতেছেন না, সংস্কার সংস্কার বলতে বলতে সংস্কারের পরে এবার ঐকমত্য কমিশন, এরপর মহা ঐকমত্য কমিশন- কিছুই তো করতে পারতেছেন না। রবিবার (১ জুন) গণমাধ্যমের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু না করতে পেরে পজিশন টেস্ট করার জন্য বললেন, আমি (প্রধান উপদেষ্টা) পদত্যাগ করব।

যেমন- কেউ গিয়ে পা ধরল, কেউ রিকোয়েস্ট করল- দামটা বৃদ্ধি পেল আর কি!এ সাবেক সচিব বলেন, সেনাবাহিনী একটু বেকায়দায় আছে, না হয় এবার তো তারা ক্ষমতা নিতে পারত। ইউনূস সাহেব তো দেশে ছিলেন না, ওয়াকার-উজ-জামান তো সব কথা বললেন। জামাতের সঙ্গে কথা হলো, হেফাজতের মামুনের সঙ্গে কথা হলো- ওনি (সেনাপ্রধান) বলছেন না সব কথা প্রথম?

এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা পালায়নি। তিনি কি নিজের প্লেন চালিয়ে চলে গেছেন? ওনাকে সসম্মানে ওই দেশে নিয়ে যাওয়া হয়েছে।

এটা কি পালানো হলো না কি? আর ওনারে পাঠানোর পর একটা বিল্ডিং রক্ষা করতে পারেনি। একটা গণভবন ভেঙে ফেলেছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলেছে, হেফাজত করতে পারেনি। নির্বাচনের ব্যাপারে বদিউর রহমান বলেন, সেনাবাহিনী সরকারের অংশ।
তারা নির্বাচন চাইবে না? অসুবিধা কী? দোষের কী আছে? এরশাদ ক্ষমতায় আসার আগে রাজনৈতিক কথাবার্তা বলছে না?তিনি আরো বলেন, রাজনীতি বলতে এখন রাজনীতির কিছু নাই। রাজনীতি যদি থাকত, ইউনূস সাহেব এতদিন বলে এসেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। যে-ই ছেলেরা ওই খানে ধমক দিল, প্রেসিডেন্ট আব্দুল হামিদ চলে গেল, তখন বলল- নিষিদ্ধ। তবে কায়দা করে গেজেট করল- বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply