Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রশাসনিক দুর্বলতা ছিলো কি না তা দেখা হচ্ছে : রেলপথ মন্ত্রী
--সংগৃহীত ছবি

প্রশাসনিক দুর্বলতা ছিলো কি না তা দেখা হচ্ছে : রেলপথ মন্ত্রী

অনলাইন ডেস্ক:

এখানে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এত বড় ঘটনায় প্রশাসনিক কোনো দুর্বলতা ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ সোমবার সকালে পঞ্চগড়ের আহম্মনগর এলাকায় আহমদিয়াদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন ও মানবিক সহায়তা তুলে দেওয়ায় সময়  মন্ত্রী এ কথা বলেন।

২০১৯ সালে এখানে তারা একই ধরণের ঘটনা ঘটিয়েছে। ঢাকা থেকেই এই সব ঘটনায় ইন্ধন দেয়া হচ্ছে। সরকার বিরোধী একটি অপচেষ্টা করা হচ্ছে। একই শক্তি ২০১৪ সালে গণতন্ত্রের নামে রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করেছে। এদের আমরা চিনি তৌহিদি জনতার নামে বিএনপি জামাত চক্র এরাই এই ফ্যাসাদের পেছনে দায়ী। ধর্মের নামে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

পরে মন্ত্রী বিক্ষুব্ধ মুসল্লিদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া আহমদিয়া ১৭৯ টি পরিবারকে ৩০ কেজি চাল, ১ টি শাড়ি, ১ টি লুঙ্গি ও ১ টি করে কম্বল বিতরণ করেন। এরপর তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের সহানুভূতি জানান।

About Syed Enamul Huq

Leave a Reply