ভারতে থাকার অনুমতির মেয়াদ বাড়াতে আবেদন জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে একটি পোস্টে আবেদনের কথা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অমিত শাহকে ট্যাগ করে তসলিমা লিখেছেন, ‘প্রিয় অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে থাকি, কারণ আমি এই মহান দেশকে ভালোবাসি।
গত ২০ বছর ধরে ভারত আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু গত ২২ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়াচ্ছে না। আমি খুব চিন্তিত। আপনি আমাকে থাকতে দিলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব।