Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্লাস্টিক নিয়ন্ত্রণে আইন ও বিধি-বিধান সংস্কারে বাপার ৫ দফা সুপারিশ
--সংগৃহীত ছবি

প্লাস্টিক নিয়ন্ত্রণে আইন ও বিধি-বিধান সংস্কারে বাপার ৫ দফা সুপারিশ

অনলাইন ডেস্কঃ

প্লাস্টিক নিয়ন্ত্রণে আইন ও বিধি-বিধান সংস্কারে পাঁচ দফা সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সুপারিশে বলা হয়েছে, পলিথিনের ব্যবহার সীমিত করতে হলে পলিথিন ফ্রি দেওয়া বন্ধ করতে হবে। পণ্যের সঙ্গে পলিথিন চাইলে ক্রেতার কাছ থেকে বিনিময়ে মূল্য নিতে হবে। পলিথিনের ওপর কর আরোপ করতে হবে।

কর্মশালার সুপারিশে বলা হয়, বাংলাদেশের পলিথিন নিষিদ্ধের ব্যাপারে যথেষ্ট আইন-কানুন আছে কিন্তু সেগুলো নির্দিষ্টকরণ করা হয়নি। ফলে প্যাকেজিং কম্পানিগুলো কোনো স্ট্যান্ডার্ড ফলো করছে না। প্যাকেজিং পরিবেশসম্মত হচ্ছে না।

নিরাপদ বিকল্প পণ্যের বিষয়ে সুপারিশে বলা হয়, কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, কলাগাছের সুতাসহ অন্যান্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। এসব পণ্য উত্পাদনে পর্যাপ্ত কাঁচামালের সরবরাহ থাকতে হবে।

কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিকদূষণ একটি বড় সমস্যা। ২০০২ সাল থেকে  প্লাস্টিকদূষণ প্রতিরোধে আইন প্রণয়ন করা হলেও তা কার্যকর হয়নি। ফলে স্বাস্থ্যের পাশাপাশি অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে প্লাস্টিক। এ জন্য ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply