Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফরম পূরণ করলেও করোনার টেস্ট করতে পারেনি ইকবাল

ফরম পূরণ করলেও করোনার টেস্ট করতে পারেনি ইকবাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া করোনার টেস্ট করাতে এসে ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।

তিনি অনেক দিন যাবত নিজ বাড়িতেই জ্বর-ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা রোগের চিকিৎসা নিচ্ছিলেন৷ 

বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, গত এক-সপ্তাহ যাবত তিনি জ্বর, ঠান্ডা সহ নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন ইকবাল। আজ বুধবার তাকে করোনার টেস্টের জন্য হাসপাতালের বিএমএ ভবনে নিয়ে আসা হয়। সেখানে ফরম পূরণ করে তিনি লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার প্রতিক্ষায় ছিলেন। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে মৃত্যু নিশ্চিত করেন৷

২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইকবাল নামের ব্যক্তিটি করোনা ভাইরাস  সাসপেক্টেট ছিলেন। সকালে হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থা তিনি অচেতন হয়ে ঢলে পড়লে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আমরা ইসিজি করলে রিপোর্টে উনাকে মৃত পাওয়া  যায়।

About Syed Enamul Huq

Leave a Reply