Wednesday , 11 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
--প্রতীকী ছবি

ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক:

ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে শনিবার ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বিএমকেজি টুইটারের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির গভীরতা ১১ কিলোমিটার ছিল বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

ইন্দোনেশিয়া একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ। সেখানে ২৭০ মিলিয়নেরও বেশি লোকের বাসস্থান। প্রশান্ত মহাসাগরীয় বেসিনের চারপাশে সিসমিক ফল্টের একটি আর্ক ‘রিং অব ফায়ার’-এর অবস্থানের কারণে প্রায়শই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়।

২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৩১ জন মারা যায়। এটি ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প এবং সুনামিতে প্রায় চার হাজার ৩৪০ জন নিহত হওয়ার পর দেশটির সবচেয়ে মারাত্মক ঘটনা ছিল।

সূত্র : দ্য স্টার

About Syed Enamul Huq

Leave a Reply