Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফের মহাসড়ক অবরোধে শ্রমিকরা, বেতন হাতে না পাওয়া পর্যন্ত চলবে!
--সংগৃহীত ছবি

ফের মহাসড়ক অবরোধে শ্রমিকরা, বেতন হাতে না পাওয়া পর্যন্ত চলবে!

অনলাইন ডেস্কঃ
প্রত্যাহারের এক ঘণ্টা পর ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা। এর আগে অবরোধ শুরুর ৫৩ ঘণ্টা পর রবিবার দুপুর আড়াইটার দিকে আগামী বৃহস্পতিবার বেতন-ভাতা পরিশোধের প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা।কয়েকজন শ্রমিক জানান, রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ঘটনাস্থলে সরকারের পক্ষে আগামী বৃহস্পতিবার বেতন দেওয়ার ঘোষণা দেন। এরপর প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, সেনাবাহিনী আলোচনার জন্য শ্রমিক প্রতিনিধি হিসেবে কয়েকজনকে ঢাকায় নিয়ে গেছেন। তারা ফিরে না আসা এবং কী আলোচনা হয়েছে না জানা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করবেন জানিয়ে আবার অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের একটি অংশ বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল।
এখন তারা আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিকের বরাত দিয়ে তারা বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে তারা গত শনিবার সকাল ৯টায় গাজীপুর মহানগরীর ভোগড়ার কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। টানা ৫৩ ঘণ্টা অবরোধের কারণে মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে জনদুভোর্গ চরমে পৌঁছায়।

About Syed Enamul Huq

Leave a Reply