Saturday , 30 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা-কমিশনার লিয়াকত
--প্রেরিত ছবি

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা-কমিশনার লিয়াকত

ঝিনাইদহ প্রতিনিধি:
মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট  জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন  করছি। ঝিনাইদহ সদর  পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার মোঃ লিয়াকত হোসেন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। শোকাবহ ১৫ আগস্টের প্রথম প্রহরে সকল নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেরণা-৭১ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে মডার্ন মোড়ে তার নিজ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণমানুষের মাঝে তোবারক বিতরণ করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তাহজিব আলম সিদ্দিকী (সমি)।বাঙালি  জাতির সূর্য সন্তান স্বাধীনতার ঘোষক চির সম্রাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী সফল ভাবে পালন উপলক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশনার লিয়াকত হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাযজ্ঞ নি:সন্দেহে সবচেয়ে মর্মান্তিক ঘটনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদেরকে নৃশংসভাবে হত্যাকারীদেরকে ধিক্কার জানাই এবং সকল শহীদের শান্তির জন্য মাগফিরাত কামনা করি।

About Syed Enamul Huq

Leave a Reply