Saturday , 30 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা
--সংগৃহীত ছবি

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

শোকের মাস আগস্ট উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সহসভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী, সদস্য শাহনাজ সিদ্দীকি সোমা, সাবেক সভাপতি সাইফুল আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সিনিয়র সদস্য সফিকুল করিম সাবু প্রমূখ।

পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply