Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে সাত দে‌শের আট সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা
--সংগৃহীত ছবি

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে সাত দে‌শের আট সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতটি দেশের আটজন সামরিক প্রতিনিধি। আজ রবিবার দুপুরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আয়োজনে সামরিক প্রতিনিধিরা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিদেশি কর্মকর্তারা সামরিক কায়দায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি স্যালুট জানান। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় তাঁরা প্রার্থনা করেন।

এরপর সাত দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে তাঁরাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।

ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বিদেশি সামরিক প্রতিনিধি দলে ছিলেন ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, তুরস্কের কর্নেল এরদাল সাহিন, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ, অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার ও ভারতের স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা।

সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা আজ সর্বকা‌লের সর্ব‌শ্রেষ্ঠ বাঙালি জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সামরিক প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির তাঁদের স্বাগত জানান।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী এ সময় উপস্থিত ছিলেন।

সমাধিসৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শনে যান।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply