মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ১৪ জুন এই বীর সন্তান জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মুহাম্মদ আবদুল আলী সিদ্দিকী ও মা লতিফা সিদ্দিকী। পৈতৃক নিবাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে।
৭৭ বছরে পা রাখা কাদের সিদ্দিকী তাঁর জন্মদিনে দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনা করেছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইল তথা দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয়ে প্রায় ১৭ হাজার মুক্তিযোদ্ধা ও বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে কাদের সিদ্দিকী গঠন করেন একটি গেরিলা বাহিনী। কাদের সিদ্দিকী বাহিনীর সর্বাধিনায়ক হওয়ায় বাহিনীটি ‘কাদেরীয়া বাহিনী’ নামে সুপরিচিত। কাদেরীয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা ১১ নম্বর সেক্টরে কমপক্ষে তিন শতাধিক ভয়াবহ সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রায় তিন হাজার হানাদার সদস্যকে হত্যা করেন। কাদের সিদ্দিকী নিজে ৩০টিরও বেশি সম্মুখযুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন।
ফলে পাকিস্তানি হানাদার বাহিনীসহ আলবদর, আলশামস, রাজাকারদের কাছে আতঙ্কের নাম ছিল কাদেরীয়া বাহিনী। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর কাদেরীয়া বাহিনীর সহায়তায় কালিহাতী উপজেলার পৌলীতে ভারতীয় ছত্রীসেনারা অবতরণ করেন। ১১ ডিসেম্বর কাদেরীয়া বাহিনীর নেতৃত্বে টাঙ্গাইল হানাদারমুক্ত হয়। মহান স্বাধীনতাসংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধুর সরকার বীর-উত্তম খেতাবে ভূষিত করে। খেতাব নম্বর-৬৮, সেক্টর নম্বর-১১।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মুক্তিবার্তা লালবই নম্বর-০১১৮০২০৪৯৪, বাংলাদেশ গেজেট নম্বর-২৫৪০, জাতীয় তালিকা নম্বর-৮২।
রাজনীতিবিদের পাশাপাশি তিনি একজন সুলেখক। বিভিন্ন পটভূমিতে তাঁর লেখাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি। তার রচিত ‘স্বাধীনতা ৭১’ গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং কাদেরীয়া বাহিনীর প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত।
সূত্র: কালের কন্ঠ অনলাইন