Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গভবন ঘিরে কড়া নিরাপত্তা, উৎসুক জনতার ভিড়
--সংগৃহীত ছবি

বঙ্গভবন ঘিরে কড়া নিরাপত্তা, উৎসুক জনতার ভিড়

অনলাইন ডেস্কঃ

বঙ্গভবনের মূল ফটকের সামনে কড়া নিরাপত্তা বসিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। এদিকে বঙ্গভবনের পুরো এলাকাজুড়ে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। কিছুক্ষণ পর পর তারা বিভিন্ন দিক থেকে নানা স্লোগান দিয়ে জমায়েত হওয়ার চেষ্টা করছে।

এদিকে বঙ্গভবনের সামনে পাঁচজন অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, তাঁরা রাত থেকেই এখানে অবস্থান করছেন।
পাঁচজনের একজন বলেন, তাঁর নাম ইব্রাহিম সাব্বির। তিনি শিক্ষার্থী। তাঁরা পাঁচজনই গতকাল সন্ধ্যায় এখানে আসেন।
তাঁরা মোট সাতজন এখানে সারা রাত অবস্থান করেন। কয়েকজন অসুস্থ বোধ করায় তাঁরা (অসুস্থ ব্যক্তিরা) চলে গেছেন। কিন্তু তাঁরা পাঁচজন রয়ে গেছেন। সকালে তাঁদের সঙ্গে একজন নারী যোগ দেন। তিনি আশপাশেই আছেন।

About Syed Enamul Huq

Leave a Reply