Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা একটি আদর্শের নাম – শেখ কবির
প্রেরিত ছবি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা একটি আদর্শের নাম – শেখ কবির

গাজীপুর প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটি অনুপ্রেরণার নাম। দুঃসময়ের কাণ্ডারী। রাজনীতি, সংসার সর্বক্ষেত্রেই মমতাময়ী, মহীয়সী এই নারীর অবদান অনেক উর্দ্ধে। বঙ্গমাতার চরিত্র ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাের্ড অব গভর্নরস এবং এসােসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ এর চেয়ারম্যান শেখ কবির হােসেন। বঙ্গমাতার আদর্শকে লালন করেই বঙ্গবন্ধুর সােনার বাংলা বাস্তবায়ন সম্ভব। তিনি আরাে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  অনুপস্থিতিতে তিনিই দলকে  এগিয়ে  নিয়েছেন। নেপথ্যে থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা, নেতৃত্ব ও সাহস যুগিয়েছিলেন। এমন কী, ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের দিন সকালে বঙ্গমাতার প্রেরণা, শক্তি ও মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাউবির বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফােরামের যৌথ উদ্যাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব- এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার সকাল ১১.০০ টায় বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ভূমিকা” শীর্ষক আলােচনা সভা ও গান কবিতায় শ্রদ্ধার আয়ােজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলােচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব সংগঠক হিসেবে  বঙ্গমাতা নিজেকে বিলিয়ে দিয়েছিলেন বাঙালির মুক্তির সংগ্রামে। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা একে অপরের পরিপূরক ছিলেন। জাগরণী ক্ষমতা আর সঞ্জীবনী শক্তি দিয়ে আন্দোলিত করেছিলেন কর্মীদের। আন্দোলনের মহাসমুদ্রে তিনি চৌকস নাবিকের ভুমিকা পালন করেছিলেন। আগামী প্রজন্মের মাঝে মহীয়সী বঙ্গমাতার জীবনি ও কর্মকান্ডের বার্তা পৌঁছে দিতে আজকের এ ক্ষুদ্র আয়ােজন বলেও মন্তব্য করেন ড. হুমায়ুন আখতার।
অনুষ্ঠানে আরাে বক্তব্য রাখেন বাউবির প্রা-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা বানু ও ট্রেজারার অধ্যাপক মােস্তফা আজাদ কামাল। অধ্যাপক ড. কেএম রেজানুর রহমানের সভাপতিত্বে আলােচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার ড. মুহা: শফিকুল আলম। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফােরামের সাধারণ সম্পাদক ড. মাে. শহীদুর রহমান ও টুম্পা রানীর দাসের সঞ্চালনায় আলােচনা সভায় ফারইস্ট ইটারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রকীব আহাম্মেদ, ট্রেজারার ড. মঞ্জুর-ই-খােদা তরফদার, রেজিস্টার ড. মশিউর রহমান, বাউবির বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগন ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক  অনুষ্ঠান অংশ নেয় বাউবি ল্যাবরেটরি স্কুলের  শতাধিক শিক্ষার্থী।

About Syed Enamul Huq

Leave a Reply