স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গতদের জন্য ত্রাণ উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
গতকাল বুধবার (২৮ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, বন্যার্তদের উপহারের প্যাকেজে ফিলিস্তিনি পতাকা।
দুর্গতদের জন্য এই উপহারসামগ্রী পাঠিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বাংলাদেশের তরফ থেকে ফিলিস্তিনের জন্য ভালোবাসা।
এর আগে গত ২৬ আগস্ট চলমান বন্যা পরিস্থিতিতে তিন ধাপে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। পুরো কর্মসূচিতে সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।