Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় ওয়াশ পণ্যের চাহিদা বৃদ্ধি ও প্রচার শীর্ষক মেলা
--প্রেরিত ছবি

বরগুনায় ওয়াশ পণ্যের চাহিদা বৃদ্ধি ও প্রচার শীর্ষক মেলা

বরগুনা প্রতিনিধি :
বরগুনা নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক আয়োজিত হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি),র সহযোগিতায় (২২ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌর-শহরের সোনাখালী এলাকায় মের্সাস হাওলাদার স্যানিটারি প্রাঙ্গণে  ওয়াশ পণ্যের চাহিদা বৃদ্ধি ও প্রচার শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোছা: সুমি আক্তার এর সভাপতিত্বে মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা পৌরসভা ৩নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ আলামিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও হিসাব রক্ষক মিলন চন্দ্র রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তা সুমি,মুক্তা,লাভলি, শিখা, জাহানারা, পারভিন , কনজ্যুমার গ্রুপের সেক্রেটারী মনি, ও অন্যান্য সদস্য সুবা, লামিয়া,লিমা, জেসমিন।
এ সময়  মেলায়  ওয়াস পণ্য প্রদর্শন করা হয়। মেলায় ওয়াস বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সূর্যমূখী স্যানিটারি ন্যাপকিন উদ্যোক্তা মেলা উপলক্ষে ও প্রচারের জন্য বিশেষ ছাড়ে পণ্য বিক্রয় করা হয় এবং অংশগ্রহণকারী পুরুষ, নারী ও কিশোরীরা পণ্য ক্রয় করেন। মেলায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাবিনা ইয়াসমিন এবং মোঃ নান্নু মিয়া । মেলায় অনুষ্ঠান পরিচালনা করেন ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান। চার ধরনের ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) বরগুনা পৌরসভায় কাজ করছে। ওয়াশ উদ্যোক্তাদের দোকানে কি ধরনে ওয়াশ পন্য পাওয়া যায় , কিভাবে ক্রয়-বিক্রয় করা হয়। ওয়াশ উদ্যোক্তাদের ক্রেতাদের সেবা প্রদান, ক্রেতাদের প্রত্যাশা ,সম্পর্কসহ স্বাস্থ্য সম্মত টয়লেট, নিরাপদ পানি ,মানব বর্জ্য ও ব্যক্তিগত স্বাস্থ্য এ ৪টি বিষয়ে ব্যাপক আলোচনা করেন উদ্যোক্তারা। উল্লেখ্য এইচ পি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে বরগুনা পৌরসভায় ওয়াশ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াশ ব্যবস্থার মানবৃদ্ধি করে ওয়াশ পন্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধির এবং বাংলাদেশ সরকারের স্থায়ীত্বশীল উন্নয়ন অভিষ্ঠ লক্ষ্য -২০৩০ অর্জনে অবদান রাখবে।

About Syed Enamul Huq

Leave a Reply