Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় ওয়াশ উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ বিষয়ক ফলোআপ সভা

বরগুনায় ওয়াশ উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ বিষয়ক ফলোআপ সভা

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৗরসভার ওয়াশ উদ্যোক্তা উন্নয়নে ব্যাংক ঋণ বিষয়ক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬-০৯-২০)শনিবার সকাল ১০টায় আরডিএফ টাওয়ার হল রুমে হোপ ফর দি পুওরেস্ট (এইচ পি) এর আয়োজনে ফলোআপ সভায় হোপ ফর দি পুওরেস্ট (এইপ পি) ট্রেনিং অফিসার মো. শাহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও এ সভার উদ্বোধন করেন আশা – বরগুনা সদর অঞ্চলের আরএম মো. আব্দুর রাজ্জাক ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বরগুনা এর প্রতিনিধি মো. মোতালেব হোসেন , রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হারুন অর রশিদ, অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার মো. সিদ্দিকুর রহমান , ওয়াশ উদ্যোক্তা মো.মনিরুল ইসলাম , শিউলি বেগম মামুন, জান্নাতুল ফেরদৌস রুবি, মোছা.মুক্তা প্রমূখ। এ সময় ফলোআপ সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, ওয়াশ উদ্যোক্তাদের ব্যাংক সব সময় ঋণ দেওয়ার জন্য প্রস্তুত। তাদের সঠিক সহযোগীতা করব। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেই। তারা আরও বলেন,এখন যেহেতু ওয়াশ সমবায় সমিতি আছে, আমাদের ঋণ দেওয়ার বিষয়টা খুবই সহজ হয়েছে। ওয়াশ উদ্যোক্তা মোছা.মুক্তা বলেন, এখন আমরা কমদামে রিংস্লাব ও স্যানিটারি ন্যাপকিন বিক্রি করতে পারি।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা সিমাভী এর নেতৃত্বে হোপ ফর দি পুওরেস্ট (এইচ পি) বরগুনা পৌরসভায় ওয়াশ (এসডিজি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় হোপ ফর দি পুওরেস্ট (এইচপি) ট্রেনিং অফিসার মো. শাহিন হোসেন মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে প্রকল্পের বিষয় ধারনা দেয় ও আলোচনা করেন। হোপ ফর দি পুওরেস্ট (এইপ পি) এর ফলোআপ সভায় উপস্থিত সকলে মুক্ত আলোচনা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply