Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরমচালের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  দায়িত্ব পেলেন শিশু মেম্বার
--সংগৃহীত ছবি

বরমচালের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শিশু মেম্বার

অনলাইন ডেস্কঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দুই বারের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোতাহির উদ্দিন শিশু।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ইউনিয়ন বিএনপির সভাপতি আনার উদ্দিন, সম্পাদক মুক্তার আহমদ, বরমচাল ইউপি সচিব রকিবুর রহমান, ইউপি সদস্য আবুল কালাম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম, শাহানুর আহমদ, শামীম উদ্দিন, ময়নুল হক, চন্দন কুর্মী, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী বেগম, শিরীন আক্তার প্রমুখ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোতাহির উদ্দিন শিশু ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানা গেছে। 

গত ২ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরমচাল ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব শাহজাহান মৃত্যুবরণ করেন। এরপর ৩ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে। নিয়মতান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যান-১ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মর্মে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত মোতাহির উদ্দিন শিশু ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, তিনি বরমচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে দুই বার ইউপি সদস্য নির্বাচিত হন।

About Syed Enamul Huq

Leave a Reply