Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বশেমুরকৃবি’তে মৃত্তিকা বিজ্ঞান গবেষণা মাঠে কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন
--প্রেরিত ছবি

বশেমুরকৃবি’তে মৃত্তিকা বিজ্ঞান গবেষণা মাঠে কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন

গাজীপুর প্রতিনিধিঃ
পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করে কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠে অত্যাধুনিক কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আইওটিক্সল্যাব
(ওড়ঞরীখধন) এর অর্থায়নে আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) এ স্টেশন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জি. কে.এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম.ময়নুল হক, ট্ধেসঢ়;্রজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, আইওটিক্সল্যাব, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান। আবহাওয়া পর্যবেক্ষণে এ উন্নত প্রযুক্তির স্টেশনের উদ্বোধন
শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ স্টেশন স্থাপনের মাধ্যমে কৃষিতে এক যুগান্তকারী অধ্যায় রচিত হলো। জলবায়ু পরিবর্তনের সাথে আবহাওয়া কী হারে পরিবর্তিত হবে তা স্বয়ংক্রিয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ জানা যাবে যার উপর ভিত্তি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে অন্যান্য ক্ষেত্রের মতো কৃষির সমৃদ্ধি আনয়নে প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি’র গবেষণা খাতকে উত্তরোত্তর এগিয়ে নেয়া ও কৃষক পর্যায়ে পৌঁছানোর দৃঢ়তাও ব্যক্ত করেন এডি সায়েন্টিফিক ইনডেক্সের গবেষণায় স্থান পাওয়া এ গবেষক ও বিজ্ঞানী। অন্যদিকে বশেমুরকৃবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আইওটিক্সল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ প্রযুক্তির মাধ্যমে মাটির প্যারামিটার, মাটির পুষ্টি উপাদান ও সয়েল ময়েশ্চার সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ডেটা সার্ভারে সংরক্ষিত থাকবে যা মৃত্তিকা, ফসল ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ প্রযুক্তির বড় সুবিধা হলো সংগৃহিত তথ্যের ভিত্তিতে সার দেয়ার পরিমাণ নির্ণয় বলেও তিনি জানান। আবহাওয়ার ধরণ, মাটির অবস্থা ও শস্য উৎপাদনকে প্রভাবিত করতে এ রিয়েল টাইম ডেটা ও পিএইচ নিরীক্ষণকারী প্রযুক্তি তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি, সূর্য বিকিরণের যাবতীয় তথ্য প্রদানের মাধ্যমে কৃষিতে অভাবনীয় সাফল্য আসবে বলে উপস্থিত গবেষকগণ মনে করেন। উল্লেখ্য, মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ দীন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ, এমএস পিইচডি’র শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply