Wednesday , 15 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশের কনসার্ট নিয়ে যে বার্তা দিলেন রাহাত ফতেহ আলী খান
--রাহাত ফতেহ আলী খান

বাংলাদেশের কনসার্ট নিয়ে যে বার্তা দিলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্কঃ
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফরম।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী। যেখানে তিনি বলেন, ‘আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই, আসসালামু আলইকুম।

বিশ্বখ্যাত এই সংগীতজ্ঞ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সঙ্গে দেখা করব। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণ-অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।
প্রসঙ্গত, ‘ইকোস অব রেভল্যুশন’-এ রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরো পারফরম করবে দেশি ব্যান্ড—আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। এর বাইরে জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply