Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশে গণতন্ত্র এক দিনে আসেনি, দীর্ঘ সংগ্রামের ফসল : প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

বাংলাদেশে গণতন্ত্র এক দিনে আসেনি, দীর্ঘ সংগ্রামের ফসল : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা এক দিনে আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে।

এর আগে ফিতা কেটে ভবনে প্রবেশের পর নতুন কার্যালয়ের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply