Sunday , 3 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি
--সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি আরব। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেবে দেশটি। বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা বলেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

তিনি আরো বলেন, ‘খুব দ্রুত সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে।

আলোচনার বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আজকে আমাদের সৌজন্য সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে, সেটি সামনের দিনেও এগিয়ে যাবে। কর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা দক্ষ কর্মী পাঠাবো। এবং বৈধভাবে অর্থ দেশে আনব।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই এখন থেকে সৌদিতে দক্ষকর্মী পাঠাবো। আমাদের ১০৪টি টিটিসি রয়েছে। এরপরে বেসরকারি আরো ট্রেনিং সেন্টার হচ্ছে। আমরা কোনো অদক্ষ কর্মী পাঠাবো না।

About Syed Enamul Huq

Leave a Reply