Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন
-- ছবি : এএফপি

বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন

অনলাইন ডেস্ক:

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এএনআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়াস্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অবস্থা আরো সংকটময় হয়ে ওঠে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর। সেই ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে।

গণমাধ্যমটি আরো বলেছে, ভারতে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছেন, যাতে কোনো অস্থিরতা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বিএসএফের সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply