Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলায় ‘পানি’ ও ‘দাওয়াত’ শব্দ ঢোকা নিয়ে বিতর্ক, যা বললেন মমতা
--ফাইল ছবি

বাংলায় ‘পানি’ ও ‘দাওয়াত’ শব্দ ঢোকা নিয়ে বিতর্ক, যা বললেন মমতা

অনলাইন ডেস্ক:

কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা বিদস পালনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মমতার উপস্থিতিতেই ভাষণ দিতে গিয়ে শুভাপ্রসন্ন বলেন, ‘বাংলা ভাষার উচ্চারণ, বাংলা ভাষার তাৎপর্য, বাংলার ভাষার বৈশিষ্ট্য থেকে আমরা সরে আসছি। আমরা দেখছি বহু কারণে, নানান সাম্প্রদায়িক ছাপ বাংলা ভাষায় চলে এসেছে।’

তিনি বলেন, ‘যে শব্দগুলোকে আমরা কখনো বাংলা বলি না, ভাবি না, সেই শব্দ এখন বাংলা ভাষায় ঢুকছে। আমরা কোনোদিন বাংলা ভাষায় পানি ব্যবহার করি না। আমরা কোনোদিন কখনো দাওয়াত দেই না। সুতরাং, ভাবতে হবে কোন ভাষা আমাদের ভাষা।’

মমতা আরো বলেন, ‘ওরা অতিথিসেবাকে দাওয়াত বলে। এটা বাংলাদেশের ভাষা। যারা ওপার থেকে এ দেশে এসেছেন, তারা এই ভাষাটাকে গ্রহণ করেছেন। আমি মাতৃভাষাকে চেঞ্জ (বদল) করতে পারি না। যেটা শিখে এসেছে, সেটা চেঞ্জ করবে কী ভাবে।’

এর পরে ওই মঞ্চে শুভাপ্রসন্ন আর কিছু বলেননি। সেই সুযোগও ছিল না। তবে আজ বুধবার তাঁর কাছে ওই বিষয়ে জানতে চাইলে শুভাপ্রসন্ন জানান, তিনি যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন।

মুখ্যমন্ত্রীর আপত্তি প্রসঙ্গে বলেন, ‘মমতা তো বিষয়টা রাজনৈতিক ভাবে দেখবেন। তার হয়তো মনে হয়েছে, এটা এই ভাবে বললে রাজনৈতিক অসুবিধা রয়েছে। কিন্তু আমার তো আর সেই ভয় নেই!’

 

About Syed Enamul Huq

Leave a Reply