Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন বুশ
--সংগৃহীত ছবি

বাইডেনের অভিষেক অনুষ্ঠানে থাকবেন বুশ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মঙ্গলবার জর্জ বুশের চিফ অব স্টাফ ফ্রাডি ফোর্ড এ তথ্য নিশ্চিত করেন।

এক টুইট বার্তায় ফ্রাডি ফোর্ড বলেন, সাবেক প্রেসিডেন্ট বুশ এবং মিসেস বুশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ক্যাপিটলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি আরো বলেন, আমাদের গণতন্ত্রের প্রতীক হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। 

এ ক্ষেত্রে কখনো সমস্যা ঘটতে দেখা যায়নি। তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা একটা খোঁচা বলে মনে করা হচ্ছে। ট্রাম্প বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

সূত্র : টাইমস্ অব ইন্ডিয়া।

About Syed Enamul Huq

Leave a Reply