Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখার উদ্যোগে জার্সি বিতরণ

বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখার উদ্যোগে জার্সি বিতরণ

নাইক্ষ্যংছড়ি বান্দরবন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখার সৌজন্যে উত্তর বাইশারী একাদশ সংঘ কে জার্সি বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর শনিবার রাতে বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখার অফিস কক্ষে এই জার্সি বিতরণ করেন বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম জাহাঙ্গীর  উত্তর বাইশারী একাদশ সংঘের পক্ষে সার্জি গ্রহণ করেন মোঃনেজাম,মিজান,মিনহাজ উদ্দিন সহ উত্তর বাইশারী একাদশ সংঘের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সরকারি চাকরি জীবি সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম, স্কুল ফিডিং প্রোগ্রাম অফিসার ওসমান সরওয়ার,বাইশারী ডাচ্ বাংলা আউট লেট শাখার কর্মকর্তা মোঃ তারেক হোসেন, ক্যাশ অফিসার শামিমা ইয়াসমিন  প্রমূখ। এসময় উত্তর বাইশারী একাদশ সংঘের মোঃ নেজাম উদ্দিন বলেন বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখা আসার পর থেকে বাইশারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি এলাকার গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাই উত্তর বাইশারী একাদশ সংঘের পক্ষ থেকে বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য বাইশারী সহ পার্শ্ববর্তী এলাকার সুবিধার্থে বাইশারী ডাচ বাংলা আউট লেট শাখা য় বিদ্যুৎ এর বিল জমা নেওয়া হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply