Wednesday , 17 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাউবিতে কারিকুলাম উপস্থাপন ও চুড়ান্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

বাউবিতে কারিকুলাম উপস্থাপন ও চুড়ান্তকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বাউবির ওপেন স্কুল এর বিবিএ এবং এমবিএ (বাংলা) প্রোগ্রামের কারিকুলাম উপস্থাপন ও চুড়ান্তকরণ শীর্ষক
কর্মশালা ১৯ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার ও রবিবার বাউবির ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য প্রদান করছেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মোহম্মদ জহির রায়হান। কর্মশালায় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.মোহাম্মদ মামুনূর রশীদ। কর্মশালায় ওপেন স্কুলের বিভিন্ন স্তরের ৩৪ জন শিক্ষকগণ অংশ নেন।

 

About Syed Enamul Huq

Leave a Reply