Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাবার রাজ্যাভিষেকের দিন রাজপরিবারের ১০ সারি পেছনে বসবেন হ্যারি
--সংগৃহীত ছবি

বাবার রাজ্যাভিষেকের দিন রাজপরিবারের ১০ সারি পেছনে বসবেন হ্যারি

বিদেশ ডেস্ক:
প্রিন্স হ্যারি তার বাবার রাজ্যাভিষেকের দিন রাজপরিবারের ১০ সারি পেছনে বসবেন। একজন রাজকীয় সহযোগীর মতে, রাজপরিবারের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে হ্যারি ৬ মে রাজ্যাভিষেকের সময় দ্রুত সেখান থেকে প্রস্থান করবেন।প্রিন্সেস ডায়ানার প্রাক্তন প্রধান সেবক পল বারেল সংবাদমাধ্যম মেট্রোকে বলেছিলেন, নির্বাসিত প্রিন্স হ্যারি তার আসন্ন যুক্তরাজ্য ভ্রমণের সময় তার বাবা এবং ভাই উইলিয়ামের সঙ্গে পুনর্মিলন করবে না। তিনি আরো বলেছিলেন, চার্লস বা উইলিয়ামের সঙ্গে কথা বলারও সময় তাদের (প্রিন্স হ্যারি) নেই।

তিনি বলেছিলেন, ‘সে (প্রিন্স হ্যারি) দরজায় পা রাখতে আসছে, কারণ তার বাবা (রাজা চালর্স) তাকে সেখানে দেখতে চান। তার বাবা আনন্দিত হবেন এটা দেখে যে তার দুই ছেলেই তার জীবনের বড় দিনটির সাক্ষী হবেন। কিন্তু হ্যারি সবার কাছে যাবেন না।’ যদিও রাজ্যাভিষেক উৎসব তিন দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে। কিন্তু প্রিন্স হ্যারি শুধু প্রকৃত মুকুট পরার অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিবেদন অনুযায়ী হ্যারি ২৪ ঘণ্টারও কম সময় নিয়ে আসবেন।রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর  আনুষ্ঠানিকভাবে ৬ মে রাজার মুকুট পরবেন। চার্লস ১০৬৬ সালে রাজা উইলিয়াম ১-এর পর থেকে কেন্দ্রীয় লন্ডনের চার্চে মুকুট পরা ৪০তম রাজত্বকারী রাজা হবেন।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

About Syed Enamul Huq

Leave a Reply