সকালবেলা প্রতিবেদকঃ
কয়েক দফা পেছানোর পর ছাত্রদের আন্দোলনের মুখে ৩১ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তারিখ রেখে যে তফসিল ঘোষণা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে।
২৯ জুন রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেইসবুক পেইজে ৩০ এপ্রিল ঘোষিত তফসিল স্থগিত করার ঘোষণা আসে। নির্বাচন কমিশনের পাঁচ সদস্য স্বাক্ষরিত এই ঘোষণায় বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতে কমিশনের আজকের সভায় নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত হয়।
৩৩ বছর পর আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্দিষ্ট তারিখে আসলেই ভোট হবে কি—না তা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও নানা শঙ্কা ও সন্দেহের কথা তুলেছিলেন। এরপর সবশেষ নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র প্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের বৈঠক হয়। সেখানে নির্বাচন পেছানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল।
উল্লেখ্য শিক্ষার্থীদের তোপের মুখে গত বছরের ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিলো।
নতুন তারিখ অনুয়ায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পেছাল নির্বাচনের তারিখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
