Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বারিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরষ্কার  বিতরণ কর্মশালা
--প্রেরিত ছবি

বারিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরষ্কার বিতরণ কর্মশালা

গাজীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এর আয়োজনে (১৩ নভেম্বর ২০২৪ খ্রি.) বারি’র এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্প এর আওতায় কৃষি
যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরষ্কার বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক
(পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনিরুল ইসলাম; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো. নূরুল আমিন।
উক্ত কর্মশালায় প্রতিভা অন্বেষনের মাধ্যমে সারা দেশ থেকে মোট ০৪ (চার) জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম পুরস্কার প্রদান করা হয় রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার উদ্ভাবনের জন্য মো. আনোয়ার হোসেন, দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয় যথাক্রমে- পাট কাটা মেশিনের জন্য হোসেন আলী বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ফলের গুণাগুণ বিশ্লেষণ এবং পৃথকীকরণ যন্ত্রের জন্য রিজভী আহমেদ নিলয় এবং ফুলের পরাগ রেনু শুকানোর যন্ত্র পোলেন ড্রয়ারের জন্য সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ারকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.
মোহাম্মদ এরশাদুল হক। উক্ত গবেষণা কার্যক্রম সম্পাদিত হয় “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি)” শীর্ষক প্রকল্প এর আওতায়।

About Syed Enamul Huq

Leave a Reply