Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বারি’তে ফসল পােকামাকড়ের সঙ্গরােধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

বারি’তে ফসল পােকামাকড়ের সঙ্গরােধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়ােজনে ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার ফসল পােকামাকড়ের সঙ্গরােধ বিষয়ক প্রশিক্ষণের উদ্বােধন অনুষ্ঠান কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ফিড দি ফিউচার বাংলাদেশ আইপিএমএ এর সহযােগিতায় এবং ইউএসএআইডি মিশন, বাংলাদেশ এর অথার্য়নে আয়ােজিত এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মােহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বােধন করেন। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলােয়ার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।

About Syed Enamul Huq

Leave a Reply