Friday , 31 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বালুখালীর সোনা মিয়া ২০ হাজার পিস ইয়াবা সহ আটক 

বালুখালীর সোনা মিয়া ২০ হাজার পিস ইয়াবা সহ আটক 

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালী ও বালুখালীর মাঝামাঝি মরাগাছ তলা নামক স্থানে অভিযান করে একই এলাকার মৃত আজম উল্লাহর ছেলে সোনা মিয়া (৪০)কে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে র‍্যাব।
রবিবার (১৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মরাগাছতলা বাজারের খায়রুল বাশারের চা দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানায়,ইয়াবা ট্যাবলেট গুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply