তবে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা জানাব। অন্যদিকে আগারগাঁওয়ের মাঠ পরিদর্শনে গিয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাংবাদিকদের বলেছেন, মাঠ প্রস্তুত না থাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমরা তিন সংগঠনের শান্তি সমাবেশ করব।
বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে আওয়ামী লীগের তিন সংগঠন এই সমাবেশের ঘোষণা দিয়েছে। যদিও যুবলীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে দেশব্যাপী তারুণ্যের জয়যাত্রা সমাবেশের ধারাবাহিকতায় এই শান্তি সমাবেশ।