Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিএনপির কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ
--সংগৃহীত ছবি

বিএনপির কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ

অনলাইন ডেস্ক:

নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এসব আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন দল।

ভোরে বিএনপির দলীয় কার্যালয় ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ট্যাপ দিয়ে ঘিরে দেওয়া হয়। কার্যালয়ের গেট তালা দিয়ে বন্ধ করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া ছাই, বিভিন্ন দ্রব্য সমাগ্রী আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা আলামত সংগ্রহের পর ক্রাইম সিন ইউনিট চলে যান।

ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এখন এগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে।

তিনি আরো বলেন, কার্যালয়ের দুই পাশে এক স্তরের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশের সদস্যরা।

এদিকে, কার্যালয়ের আশপাশে কোনো নেতাকর্মী দেখা যায়নি।

About Syed Enamul Huq

Leave a Reply