Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিএনপির নাশকতা ঠেকাতেই আ. লীগের শান্তি সমাবেশ : হানিফ
--সংগৃহীত ছবি

বিএনপির নাশকতা ঠেকাতেই আ. লীগের শান্তি সমাবেশ : হানিফ

অনলাইন ডেস্ক:

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে সে জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ শনিবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ আরো বলেন, মানবাধিকারকর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমাণিতও হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্পর্কে তিনি বলেন, সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া দরিদ্র মানুষকে সহায়তা করার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply