Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিএমজিটিএ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

বিএমজিটিএ এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ আজ বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অডিটরিয়ামে মোঃ জসিম উদ্দিন হালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী ৩ বছরের জন্য মো. জসিম উদ্দীন হালালীকে সভাপতি এবং মো.
মোশারেফ হোসেন কে সাধারণ সম্পাদক করে কন্ঠ ভোটের মাধ্যমে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মো. আবদুল কাইয়ুম খান, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মোঃ জহিরুল হক, সভাপতি, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা হিসেবে ছালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, কেন্দ্রীয় কমিটি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কামরুন নাহার, সিনিয়র সহ-সভাপতি, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, মো. আলী আশরাফ শামীম, সভাপতি, স্বাশিপ, নোয়াখালী জেলা ও সদস্য কেন্দ্রীয় কমিটি, মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি সেনবাগ উপজেলা, মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি সূবর্ণচর উপজেলা, মো. ফেরদৌস আহম্মেদ মীর,
আহ্বায়ক, বঙ্গবন্ধু ফেডারেশন, নোয়াখালী জেলা, মো. এমদাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি নোয়াখালী সদর উপজেলা, মো. ইউছুফ ভূঁইয়া, সদস্য, বিএমজিটিএ ও
শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, মো. আবদুল মাজেদ, অর্থ-সম্পাদক নোয়াখালী জেলা, বিএমজিটিএ ও সাধারণ সম্পাদক, সেনবাগ উপজেলা, মোঃ. আব্দুশ শাকুর হান্নান, সাহিত্য ও পাঠাগার
সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সাংগঠনিক সম্পাদক, বিএমজিটিএ, চাটখিল উপজেলা, মো. মামুন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী জেলা ও সভাপতি চাটখিল
উপজেলা, মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক, বিএমজিটিএ, নোয়াখালী সদর উপজেলা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসা সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ১০ দফা দাবী উপস্থাপন করেন। দাবীগুলোর মধ্যে মাদ্রাসাসহ সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, সহকারী শিক্ষদের ২য় উচ্চতর গ্রেড প্রদান নিশ্চিতকরণ, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ৮ বছর পূর্তিতে ৫০% হিসেবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান ও ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা চালু, স্বতন্ত্র
ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান, শিক্ষক নিরাপত্তা আইন প্রণয়ন, সরকারি শিক্ষকদের ন্যায় বেসরকারি
শিক্ষকদের গৃহঋণ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

About Syed Enamul Huq

Leave a Reply