Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেবেন। সব কমনওয়েলথ দেশের সরকারি নেতাদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন এটি। লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

রাজা তৃতীয় চার্লস, কমনওয়েলথের প্রধান, কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে কুশলাদি বিনিময়ের জন্য সময় নির্ধারিত রয়েছে দুপুর ২টা থেকে ২টা ৪৫ পর্যন্ত।

প্রধানমন্ত্রী পরে বিকেল ৫টা ১৫ মিনিটে বাকিংহাম প্যালেসে অনুষ্ঠানে যোগ দেবেন। রাজা তৃতীয় চার্লস ও রানি কনসোর্টের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশ্বনেতাদের স্বাগত জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লন্ডন সময় আজ ১১টা ৪৯ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ওয়াশিংটন ডিসির বিমানবন্দর ছেড়েছিল বিমানটি।

About Syed Enamul Huq

Leave a Reply